কুরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধারণ সফটওয়্যার।
টিউটোরিয়াল
১. প্রথমে এই লিংক থেকে ৭.৭ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এটি একটি ফ্রিওয়্যার তাই সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (bn.hoque.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটিজহুরুল হকের করা। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করেডাউনলোড করে নিন।
৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]
৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।
৫. বাংলা অনুবাদের bn.hoque.trans.zip ফাইলটি হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Open এ ক্লিক করুন।
৭. কনর্ফামেশন মেসেজ আসবে OK করুন।
৮. এবার View > Translation > [bn] মাওলানা মুহিউদ্দীন খান এ ক্লিক করুন। বাংলা আসবে।
পর্দায় যে বাংলা দেখা যাচ্ছে তা ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমরা এখন সোলায়মান লিপি ফন্ট সিলেক্ট করবো যাতে ঝকঝকে বাংলা পেতে পারি। এজন্য-
৯. Tools থেকে Options এ ক্লিক করুন। এখান থেকে View এ ক্লিক করুন, নিচের স্ক্রিণশটের মত পাবেন-
১০. trans_bn_fontName এর ঘরে SolaimanLipi টাইপ করুন, তারপর একটি কমা (,) দিন যেমন স্ক্রিণশটে দেখানো হয়েছে। Apply করে OK করুন। পেয়ে গেলেন ক্রিস্টাল বাংলা!
সার্চ করার কৌশল
ধরুন আপনি কোরআন শরীফের “তওবা” শব্দটি কোথায় আছে জানতে চাইছেন। তাহলে বামদিকের Search বা Advanced বক্স থেকে বাংলায় টাইপ করুন তওবা তারপর Search বাটনে ক্লিক করুন।
দেখুন তওবা সম্পর্কিত সকল তথ্য এসে গেছে আয়াত নং সহ!
কেউ যদি অনলাইনে তেলাওয়াত শুনতে চান তবে-
Audio > Recitation থেকে ক্বারীর নাম সিলেক্ট করুন। (আপনার ইন্টারনেট সংযোগ কত গতির সে অনুসারে সিলেক্ট করে নেবনে)
যারা অফলাইনে শুনতে চান, তারা পুরো অডিও (Recitation) প্যাকেজটি ডাউনলোড করে নিন এখান থেকে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
May Allah Bless You all for such a Effective Quraan software. I have download, Installed and now enjoying of using of this marvelous software. We will be more happy if you can make similar program for Hadith Books also.
উত্তরমুছুনThanks and Zajakallahu fiddarain.
---------------------------- Mohammed Jasim Uddin
Subhanallah.....
উত্তরমুছুনজিকর এ ব্যবহ্রত হকের অনুবাদ পরিবরতন করে অন্য কোন অনুবাদ ব্যবহার করা যায় কিনা যেমন তফসির ইবনে কাসীরের অনুবাদ ব্যবহার করা যায় কিনা
উত্তরমুছুনfailed to find java VM...any solution brother??... although i installed java runtime ,,,WINDOWS 8.1..
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনএই লিঙ্ক থেকে জাভা ডাউনলোড করে নিন। তাহলেই হবে ইনশাল্লাহ্ ।
মুছুনSame problem. I Installed java runtime but it fails to find java VM when I open it.
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুনএই লিঙ্ক থেকে জাভা ডাউনলোড করে নিন। তাহলেই হবে ইনশাল্লাহ্ ।
মুছুনPlease immediately open it for Mobile User as well.In our busy life shidule human being have not enough time for doing such an excellent job.so if u can make it more esier for all human being I mean all Muslim, ur moto will be perfectly success in sha Allah. so do it fast.it's a humble request.
উত্তরমুছুনsoftware ta macbook e install korte problem hocche. plzz solution bolun
উত্তরমুছুনSame problem. I Installed java runtime but it fails to find java VM when I open it. :(
উত্তরমুছুনhttps://www.java.com/en/download/windows-64bit.jsp এই লিঙ্ক থেকে জাভা ডাউনলোড করে নিন। তাহলেই হবে ইনশাল্লাহ্ ।
মুছুনআমার ল্যাপটপে প্রথমে কাজ করছে কিন্তু এখন কাজ করছেনা...যদি কেও আমাকে সমাধান দিতে পারেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকব।
উত্তরমুছুনJahurul Haque er Bangla Translation ta ante parsina pls help some one
উত্তরমুছুনগণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা কি সম্ভব?
উত্তরমুছুন