প্রশ্নোত্তর

প্রশ্নোত্ত

“প্রশ্নোত্তর” বিষয়ের উপর আরও পড়তে এইখানে ক্লিক করুন।
“ফতোওয়া” বিষয়ের উপর আরও পড়তে এইখানে ক্লিক করুন।


আমাদের সাথে যোগাযোগ করতে:


পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

২১টি মন্তব্য:

  1. আপনার সাইট টা আমার খুবই ভাল লাগলো ..............

    উত্তরমুছুন
  2. Masha ALLAH Apnader Allah jeno aro islam ar kaj korar thopik dan koren! Ameen

    উত্তরমুছুন
  3. zakir naik er dvd "similarity between hinduism and Islam" kothai pete pari ?

    উত্তরমুছুন
  4. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  5. Amar mobile e Al-Quran(PDF) ache kintu majhe majhe office e thaka obosthay mobile niye bathroom e jete hoy. ekhane dhormiyo bidhi ba Massayala ki..??

    উত্তরমুছুন
  6. Is it prohibited in Islam to make any general home or mosque like as Kaba?????

    উত্তরমুছুন
  7. কিছু প্রশ্ন অনেকদিন ধরে মনে মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনমতেই সঠিক উত্তর পাচ্ছি না ৷ আশা করি কোরআন-হাদীসের আলোকে সঠিক উত্তর পাব ৷ কোন প্রশ্ন যদি ভুলকরে করে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি ৷

    ৩১ - ইসলামে তো বিধবা বিবাহ জায়েজ যতদূর জানি ৷ এখন কথা হচ্ছে কোন বিধবার যদি একাধিক সন্তান থাকে এবং ঐ বিধবা যদি আবারও বিয়ে করে তাহলে ঐসব সন্তান কি বিধবার সাথেই থাকবে নাকি বিধবার মৃত স্বামীর আত্নীয় যেমন বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচীর সাথে থাকবে ? আর ঐসব সন্তানদের কে লালন-পালন করবে ? এক জায়গায় দেখেছিলাম যে বিধবা নাকি আবার বিয়ে করলে আগের ঘরের সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় মানে সন্তানরা বিধবা থেকে আলাদা হয়ে যায় এটা কি ঠিক ? আর বিধবা যদি আবার বিয়ে করতে চায় কিন্তু সন্তানরা বাধা দেয় তখন বিধবার করণীয় কি ? সে কি ঐসব সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আবার বিযে করতে পারবে ? আর সন্তানরা যদি মেনে নেয় তখন বিধবার নতুন স্বামীকে কি তারা বাবা বলে সম্বোধন করবে ? আর নতুন স্বামীর এক্ষেত্রে করণীয় কি ?

    ৩২ - স্বামী কি স্ত্রীর আগের ঘরের সন্তানদের ভরনপোষণ দিতে বাধ্য ?

    ৩৩ - কোন দম্পতির যদি সন্তান রেখে যাওয়া অবস্থায় ডিভোর্স হয়ে যায় এবং তারা যদি আবার বিয়ে করে এবং ঐ স্বামী-স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজনই নেককার হয় মানে স্ত্রী নেককার হলে স্বামী বদকার বা স্বামী নেককার হলে স্ত্রী বদকার - এই অবস্থায় সন্তানদের কার কাছে রাখা জায়েজ হবে - স্বামী নাকি স্ত্রীর কাছে ? আর যদি স্বামী স্ত্রী উভয়ই বদকার বা নেককার হয় তখন কি করা উচিত ? ঐ স্ত্রীর সন্তানদের প্রতি নতুন স্বামীর ব্যবহার কিরূপ হওয়া উচিত ? অনেক ডিভোর্সী, বিধবা মহিলা তাদের সন্তানদের কথা চিন্তা করে পুনরায় বিয়ে করতে ভয় পায় তাই জিজ্ঞেস করলাম ৷
    ৩৪ – রাসূল (সঃ) এর সাথে বিয়ে হওয়ার আগে খাদিজা (রঃ) এর কয়জন সন্তান ছিল ? রাসূল (সঃ) এর সাথে বিয়ে হওয়ার পর ঐসব সন্তানদের তত্বাবধান কি সরাসরি রাসূল (সঃ) ও খাদিজা (রঃ) যৌথভাবে করতেন ? আর খাদিজা (রঃ) যখন রাসূল (সঃ) কে বিয়ে করেন তখন আগের ঘরের সন্তানদের সাথে খাদিজা (রঃ) এর ব্যবহার কিরূপ ছিলো ? ঐসব সন্তানরা কি রাসূল (সঃ) এর সাথে বিয়ে হওয়ার পরও খাদিজা (রঃ) এর সাথে থাকতেন ? আর ঐসব সন্তানদের সাথে রাসূল (সঃ) এর ব্যবহার কিরূপ ছিলো ? খাদিজা (রঃ) এর আগের ঘরের সন্তানরা রাসূল (সঃ) কে কি বলে সম্বোধন করতেন ? খাদিজা (রঃ) এর আগের ঘরের সন্তানদের রাসূল (সঃ) কি বলে সম্বোধন করতেন ?
    আর রাসূল (সঃ) কি কারণে খাদিজা (রঃ) কে খুবই ভালোবাসতেন, কেনইবা খাদিজা (রঃ) মৃত্যুর পরও তার কথা স্বরণ করে কাঁদতেন ?
    ৩৫ - যতদূর জানি রাসূল (সঃ) এর পত্নীগণের মধ্যে একমাত্র আয়েশা (রঃ) ছাড়া সবাই বিধবা / তালাকপ্রাপ্তা ছিলেন ৷ তো এসব বিধবা / তালাকপ্রাপ্তাদের যেসব সন্তান ছিলো তাদের সাথে রাসূল (সঃ) এর সম্পর্ক কেমন ছিল ? খুব দরকার ছিল জানার ৷

    উত্তরমুছুন

  8. মসজিদে বা পাঞ্জেগানা বা অন্য কোথাও যদি নামাজ পাড়ার জন্য প্রবেশ করে দেখি জামাত হচ্ছে। সেই জামাতে শরীক হলাম। তারপর নামাজ পড়তে পড়তে বুঝলাম ঈমাম সাহেব রুকু সিজদা তেলাওয়াত দ্রুত করছেন এবং তেলাওয়াতেও ভুল হচ্ছে। সে অবস্থায় কি করবো?

    উত্তরমুছুন
  9. আমি গ্রামের গৃহিণী, এবার এইচ এস সি পরীক্ষা দিয়েছি। এক বছর হলো বিয়ে হয়েছে, এখন ৪ মাসের সন্তানসম্ভবা আমি । পর্দা করতে খুব ভালবাসি।তবে তথাকথিত সর্বাঙ্গের রূপ দেখানো হিজাবি পর্দা না ।শরীরের আকৃতি যাতে ফুটে না ওঠে, সেরকম পর্দাই করি। এখন কথা হলো, আমি আর ও পড়তে চাই, প্রাইমারিতে শিক্ষকতা করতে চাই, পর্দা বজায় রেখে। আমি ঘরের প্রতিটা কাজ ই করি। নিজের সব দায়িত্ব পালন করে আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। স্বামীর কাছে কোনোদিন দামী গহনা শাড়ি চাইনি , চাই ও না।শুধু পড়ালেখা করতে চাচ্ছি যে। এখন ওনি পড়ার জন্য ক্লাসে যাওয়া তো দূরের কথা ঘর থেকে বের হওয়া ও অপছন্দ করেন।আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং স্বামীর প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন, ওনার কথার অবাধ্য হলে মারাত্মক গুনাহ হবে তাও জানি।কিন্তু পড়ালেখা করতে না পারলে আমি হয়তো আত্মহত্যাই করে ফেলব (আস্তাগফিরুল্লাহ)।এ জাতীয় চিন্তা ভাবনা গুলোয় ঘুরপাক খাচ্ছে মনে। কিন্তু এটাও তো অনেক বড় গুনাহ ।আমি কি করতে পারি এখন ? ইসলামে কি মেয়েদের পড়ালেখা চাকরি সব বাদ করে দিছে, পর্দা করলেও??? আমাকে একটু গাইডলাইন দিন প্লিজ।কি করব বুঝতে পারছিনা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আসসালামু আলাইকুম!
      আপনি যেহেতু সবই জানেন এবং বোঝেন তাই আপনাকে বিস্তারিত বলব না। এ ব্যপারে আপনি আপনার স্বামীকে বুঝানোর চেষ্টা করুন। তিনি বুঝলেতো হয়েই গেল আর না বুঝলে আপনি নিজেকে বুঝান, ধৈর্য ধরুন।

      মুছুন
  10. ভাই আমার একটা প্রশ্ন নাকের সার্জারি নিয়ে। কারও যদি নাকের হাড় জম্নগতভাবে বাকা থাকে এবং সে মানসিক ভাবে এ নিয়ে খুব হতাশাগ্রস্থ থাকে এবং লোক সম্মুখে যেতেও লজ্জা পায় এমতাবস্তায় তার কি রাইনোপ্লাস্টি করা জায়েজ হবে?

    উত্তরমুছুন
  11. নাস্তিকের প্রশ্নঃভাল মুসলমান হলে আগে কিসের আগুন নেভাবেন , হাসপাতাল নাকি মসজিদের?

    উত্তরমুছুন
  12. আপু;আপনি আপনার স্বামীকে ভালভাবে বুঝিয়ে রাজী করার চেষ্টা করুন৷ তিনি যদি একান্ত-ই রাজী না হন,তাহলে আপাতাতঃ লেখাপড়া/চাকরির বিষয়টা মাথা থেকে ঝেঁড়ে ফেলুন৷ আপনি যেহেতু সন্তান সম্ভাবা শরীরের দিকে যত্ন আরও বাড়িয়ে দেন৷ রাগের বশে হঠাৎ কোন সিদ্ধান্ত নেয়া হতে বিরত থাকুন৷ আমি আশা রাখি, আপনার স্বামী অদূর ভবিষ্যতে আপনার চাওয়াটা ইনশাআল্লাহ পূরণ করবেন৷ যদি সম্ভব হয় আপনার স্বামীকে আমার সাথে একটু কথা বলিয়ে দিয়েন; আমি আপনার/আপনাদের সমস্যাটা যথাসম্ভব সমাধান করতে চেষ্টা করব,ইনশাআল্লাহ৷
    ইমেইলঃ md.anisur844@gmail.com

    উত্তরমুছুন
  13. আমার উপার্জন দিন দিন কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে সেটা বুঝতে পারছিনা। এই সমস্যা থেকে বের হবার কোন উপায় কি আছে???

    উত্তরমুছুন

  14. Islame kichu narir samneo onno narike porda korar kotha bola hoiche.kader khetre bola hoyeche?

    উত্তরমুছুন
  15. ইন্না শব্দ দিয়ে কয়টি সূরা শুরু হয়েছে এবং কি কি?

    উত্তরমুছুন
  16. ইসলামে ধর্ষণের শাস্তি কি?

    উত্তরমুছুন
  17. লাইলাতুলকদর এর রাত সমগ্র পৃথিবীর জন্যে একটি না একাধি???

    উত্তরমুছুন
  18. প্রশ্ন উত্তর গুলো পিডিএফ পেলাম না ।

    উত্তরমুছুন
  19. বাংলাদেশের ফাইভ স্টার হোটেলে জব করা যাবে কি?

    উত্তরমুছুন
  20. SUNNAH EBONG HADISER MODDHE PARTHOKKO ASE KI ? EKDOL LOK BOLE JE SUNNAH MANA JAI R HADI MANA JAI NA. DETAILS JANABEN PLS.

    উত্তরমুছুন