বইঃ তাফসীর আহসানুল বায়ান - ফ্রি ডাউনলোড
বইঃ তাফসীর আহসানুল বায়ান - ফ্রি ডাউনলোড
তাফসীরটির সংক্ষিপ্ত পরিচিতি:
শিরোনাম: তাফসীর আহসানুল বায়ান
ভাষা: বাংলা
লেখক: সালাহউদ্দীন ইউসূফ
সম্পাদনা: শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী (লিসান্স, মদীনা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব)
প্রকাশনায়: কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচার মূলক সহযোগী অফিস, মাজমাআ, সৌদিআরব
সংক্ষিপ্ত বিবরণ:
তাফসীর আহসানুল বায়ান: সম্পূর্ণ কুরআন মাজীদের বিশুদ্ধ তাফসীরের সহজবোধ্য ও মানসম্মত বাংলা অনুবাদ। মূল তাফসীরটি উর্দু ভাষায় শাইখ সালাহুদ্দিন ইউসুফ কর্তৃক রচিত। উর্দু তাফসীরটি সম্পাদনা করেছেন রাহীকুল মাখতুমের বিশ্বখ্যাত লেখক শাইখ সফিউর রহমান আল-মুবারকপুরীসহ বেশ কয়েকজন আলেম; যা পরবর্তীতে মদীনাস্থ কিং ফাহদ কুরআন প্রিন্টিং প্রেস কর্তৃক প্রিন্ট হয়েছে।
– তাফসীরটি উর্দু ভাষায় প্রথম ছাপা হয়েছিল সুবিখ্যাত দারুস সালাম লাইব্রেরীর তত্ত্বাবধানে। তাদের কাছ থেকে বঙ্গানুবাদ ও ছাপার অনুমতি নিয়ে বাংলাভাষী সাউদী আরবে বিভিন্ন দাওয়াহ সেন্টারে কর্মরত বেশ কয়েকজন দা‘ঈ অনুবাদ কর্মটি সম্পন্ন করেন। তারা হলেন:
• সফিউর রহমান আর-রিয়াদী, মিরাটস্থ দাওয়া সেন্টারের দা‘ঈ।
• মুহাম্মাদ হাশেম মাদানী, আয-যুলফী দাওয়া সেন্টারের দা‘ঈ।
• মুহাম্মাদ ইসমাঈল মাদানী, রিমাহ দাওয়া সেন্টারের দা‘ঈ ।
• যাকির হোসেন মাদানী, রাবওয়া দাওয়া সেন্টারের দা‘ঈ।
• মুসলেহুদ্দীন বুখারী, হারিমলা দাওয়া সেন্টারের দা‘ঈ।
• শামসুজ্জোহা রহমানী, তামীর দাওয়া সেন্টারের দা‘ঈ।
• হাবীবুর রহমান ফাইযী, আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের দা‘ঈ।
– বাংলা অনুবাদটির তত্ত্বাবধান ও সম্পাদনা করেছেন আল-মাজমা‘আ দাওয়া সেন্টারের সম্মানিত দা‘ঈ এবং বাংলা ভাষার প্রসিদ্ধ লেখক ও অনুবাদক শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী সাহেব।
– তাফসীরটি ভারতে দু’বার ও বাংলাদেশে একবার ছাপা হয়েছে এবং ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
বইটি ডাউনলোড করুন (পিডিএফ ভার্সন)
আরও ডাউনলোড করুনঃ তাফসীর ইবনে কাসীর - ফ্রি ডাউনলোড
আরও ডাউনলোড করুনঃ বাংলা ভাষায় আল কুরআনের অনুবাদ - ফ্রি ডাউনলোড
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
শুয়ে থেকে দেখে দেখে কোরআন তিলাওয়াত করা যাবে কি? যেমনঃ মোবাইলে কোরআন রাখা কুরআন রাত্রে শুয়ে দেখে দেখে পড়া যাবে কি? বললে উপকৃত হতাম।
উত্তরমুছুন