বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

বইঃ আসহাবে রাসূলের জীবনকথা - ফ্রি ডাউনলোড

বইঃ আসহাবে রাসূলের জীবনকথা - ফ্রি ডাউনলোড



বইঃ আসহাবে রাসূলের জীবনকথা
লিখেছেনঃ ড. মুহাম্মদ আবদুল মা’বুদ
আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসূল (সা)-এর মহান সঙ্গী-সাথীদের বুঝায়। ইবনে হাজার আসাকালানী (রহ) তাঁর ‘আল ইসাবা ফী তাময়ীযিস সাহাবা’ গ্রন্থে সাহাবী সংজ্ঞা দিতে বলেন” সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ (সা)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান লাভের অন্যতম উপায় সাহাবীদের জীবন। সাহাবীদের জীবনের আলোকেই আমাদের জীবনকে গড়ে তোলা উচিত। সাহাবীদের পরষ্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারে, কিন্তু পরবর্তী যুগের কোন মুসলিমই, তা তিনি যত বড় জ্ঞানী, গুণী ও সাধক হোন না কেন কেউই একজন সাধারণ সাহাবীর মর্যাদাও লাভ করতে পারেন না। সাহাবীগণই আল্লাহর রাসূল (সা) ও তাঁর উম্মাতের মধ্যে প্রথম যোগসূত্র। পরবর্তী উম্মাত আল্লাহর কালাম পবিত্র কুরআন, কুরআনের ব্যাখ্যা, আল্লাহর রাসূলের পরিচয়, তাঁর শিক্ষা, আদর্শ, মোটকথা দ্বীনের সবকিছুই একমাত্র তাঁদেরসূত্রে, তাঁদেরই মাধ্যমে জানতে পেরেছে।

সাহাবাদের জীবনী সম্পর্কে আরবী-উর্দুতে বহু বড় বড় গ্রন্থ রচিত হলেও বাংলায় তা অপ্রতুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের মুহাম্মাদ আবদুল মা’বুদ রচনা করেছেন “আসহাবে রাসূলের জীবনকথা”। এটি সর্বমোট ৬টি খন্ডে রচিত।

প্রথম খন্ডে ৩০ জন, দ্বিতীয় খন্ডে ৬২ জন, তৃতীয় খন্ডে ২০ জন, চতুর্থ খন্ডে ৩৯ জন, পঞ্চম খন্ডে ১১জন (রাসূলের স্ত্রীগণ), ষষ্ঠ খন্ডে ৩৬জন (নারী সাহাবীদের জীবনী) আলোচিত হয়েছে।

গ্রন্থসমগ্রের অন্যতম বৈশিষ্ট্য :

• গ্রন্থসমগ্রটি সহজ সরল বাংলা ভাষায় রচিত।
• গবেষণামূলক প্রবন্ধের মতো ধারাবাহিক এবং তথ্য প্যারাগ্রাফ সম্বলিত
• তথ্যগুলো কোন গ্রন্থ থেকে উল্লেখিত হয়েছে বর্ণিত হয়েছে।
• সাহাবীগণের মধ্যে আশারায়ে মুবাশশারাহ, আনসার, মুহাজির, রাসূল (সা)-এর স্ত্রীগণ, অন্যান্য নারী সাহাবীগণের জীবনী আলোচিত হয়েছে।
• গ্রন্থের শুরুতে সাহাবীর সংজ্ঞা, সাহাবী চেনার উপায়, সাহাবাগণের মর্যাদা সম্পর্কে সুন্দর নিবন্ধ লিখিত রয়েছে।
• বইগুলোতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।


বইটি ডাউনলোড করুন







____________________________


প্রবন্ধ পড়ুনঃ নবী জীবনী
প্রবন্ধ পড়ুনঃ নবীগৃহে ঈদ

আরও ইসলামী বই ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন